
ছবিঃ সিএনআই
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার মাধ্যমে অনশন কর্মসূচি বাতিল করেছে শিক্ষার্থীরা।
আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে জুস খাওয়ানোর মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম অনশন ভাঙান এবং একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নাকসু নির্বাচনের খসড়া সংবিধি তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে সরকার কর্তৃক গেজেট প্রকাশের পরই মূলত নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হবে।
ঘোষিত রোডম্যাপ অনুসারে, গেজেট প্রকাশের ৩ কর্মদিবসের মধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে প্রণীত হবে নির্বাচনী আচরণবিধি। এর পরের ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা তৈরি, সে তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিকরণের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, দাখিল, বাছাই, প্রার্থীদের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য ১০ দিন সময় পাবেন প্রার্থীরা।
সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সম্ভাব্য ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব নিজেরাই বেছে নিতে পারবে। সরকারি গেজেট প্রকাশের পরই রোডম্যাপ অনুযায়ী সমস্ত কার্যক্রম শুরু হবে। আমরা আশা করি শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।”
এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যাদেশ জারির পর দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্নের দাবি করা হয়। এই দাবি প্রশাসনও স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে।
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক...
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় আজ (রোববার,...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডা...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ...
নিউজ ডেস্কঃ তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য...
মন্তব্য (০)