• সমগ্র বাংলা

পাবনায় কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী শোভাযাত্রা ও গণ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী আনন্দ শোভাযাত্রা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগষ্ট) বিকেলে পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও গণ মিছিল বের হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্ত থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বাসস্ট্যান্ডের গোল চত্তরে এসে মিলিত হন। হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি ছাদ খোলা জিপে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নারী-পুরুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশাল এই আনন্দ শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগি সংগঠণের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, আপনারা যারা গত ১৭ বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তারা ধানের শীষে এসে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে আপনাদেরকে মূল্যায়িত করবো ইনশাল্লাহ। আর যারা দুঃশাসন সৃষ্টি করেছে তারা দেশের স্বৈরাচার অবস্থা কায়েম করেছে। এবং দেশের ফ্যাসিস্ট অবস্থা কায়েম করেছে। আমরা ধানের শীষকে বিজয় করার মধ্যে দিয়ে সেই সকল ফ্যাসিস্টদের বিচার এই চাটমোহরেই করবো ইনশাআল্লাহ। 

 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসান জাফির তুহিন আরো বলেন, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাই ভাইয়ের মত, ভাই বোনের মত একসঙ্গে সকল কর্মসূচি পালন করার আহবান জানান। তিনি বলেন যারা বিভেদ পূর্ণ বক্তব্য দিচ্ছেন। আশা করি আপনাদের বিবেক বশীভূত হবে। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে আগামীতে ধানের শীষের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের  নির্দেশ পাবেন আশা করি। 

 

এ সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সামছুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নিক্সন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিটন বিশ্বাস, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুর জেলা বিএনপির নতুন কমিটি, শামীম সভাপতি-মামুন সম্পাদক

জামালপুর প্রতিনিধি : জামালপুরে তিন বছরের জন্য জেলা বিএনপির নতুন কমিটি ঘো...

image

নৌকাসহ ১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে মি...

image

রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে বর্ণ...

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযা...

image

ফরিদপুরের মধুখালীতে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি...

image

মাওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মাওলানা ভা...

  • company_logo