
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে উপস্থিত লোকজনের সহায়তায় হাতেনাতে আটক হন দুই নারী ছিনতাইকারী। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইমান আলীর স্ত্রী সুলতানা (২৫) ওই এলাকার হাদিসের স্ত্রী জেসমিন।
ভুক্তভোগী উপজেলার টুপকারচর এলাকার সুরুজ্জামানের স্ত্রী শাহিনা পারভীন (৩৮) জানান, তিনি চিকিৎসা নিতে লাইনে দাঁড়ালে পেছনে থাকা দুই নারী কৌশলে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ স্বর্ণের চেইন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেয়।
এ ঘটনায় শাহিনা পারভীন বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে পুলিশ আটক নারীদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৪ জুলাই একই কৌশলে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছিল আরেক নারী ছিনতাইকারী খাদিজা বেগম (২৫)।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং মামলা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ...
জামালপুর প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)-এর নীতি ও সেবা সম্পর্কে জ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রি...
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মায়ের লিখিত অভিযো...
মন্তব্য (০)