• শিক্ষা

বেরোবিতে নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্বাচনের দাবিতে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন কয়েকজন শিক্ষার্থী।

‎এ সময় ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। তাদের দাবি, গত আড়াই মাস ধরে তারা নিয়মিত আন্দোলন চালিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে আমলে নেয়নি। বিভিন্ন সময় আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা চূড়ান্ত কর্মসূচি হিসেবে আমরণ অনশনে বসেছেন।

‎শিক্ষার্থীরা ঘোষণা দেন, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎অনশনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ প্রতিনিধি নির্বাচনের জন্য আন্দোলন করছি। ছাত্র সংসদ শুধু অধিকার আদায়ের প্ল্যাটফর্ম নয়, এটি গণতান্ত্রিক চর্চারও জায়গা। অথচ প্রশাসন নানা অজুহাতে নির্বাচন এড়িয়ে যাচ্ছে।”

‎আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত আড়াই মাসে অসংখ্য বার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এখনো কোনো তারিখ ঘোষণা করেনি। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিক।”

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, “ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যেই ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দ্রুত কার্যক্রম শেষ করবে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

‎তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে প্রশাসনকে আইনগত প্রক্রিয়াও সম্পন্ন করতে হচ্ছে। আমরা চাই সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন।”

‎বেরোবির ইতিহাসে এটাই হবে প্রথম পূর্ণাঙ্গ ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনের প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে আসন্ন নভেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ ওরিয়...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জা...

image

শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা দরকার

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিশ্বের সঙ্গে তাল ...

image

উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চার হাজার কৃতি শিক্ষার্থীকে...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যো...

image

ডাকসু নির্বাচন, জুলাই অভ্যুত্থানের আসামিরা অংশ নিতে পারবে...

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জ...

image

মাদরাসা শিক্ষকদের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নিউজ ডেস্কঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্...

  • company_logo