
ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভি এম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মনি বিলকিস সালাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, সাবেক সিনিয়র সহ সভাপতি খোরশেদুজ্জামান মন্টু, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম ও আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক হিমেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক মো হিরা।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের প্রধানগণ স্থানীয় জনপ্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে এবং অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে দেশসেবায় অবদান রাখার আহ্বান জানান।
শেষে সর্বমোট ৫৯ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ফুল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় ক...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫০...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ ক...
মন্তব্য (০)