• শিক্ষা

‎বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় স্নাতকোত্তর ভিসা চালুর সম্ভাবনা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে। ফলে হাজার হাজার মানুষ তাদের ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ-দক্ষতার চাকরি পেতে সক্ষম হবেন।

‎প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।

‎আইন, বিচার ও বৈদেশিক নিয়োগ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনায় নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা প্রদানে সম্মত হয়েছেন। তবে, নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’

‎বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার চাকরির বাজারে প্রবেশাধিকার ভোগ করলেও, এই সুযোগটি এখনো পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুপলব্ধ।

‎এর আগে সোমবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিন্তি সিদেক অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন। তারা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণসহ শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

‎অধ্যাপক ইউনূস ছাত্র ও অনুষদ বিনিময় কর্মসূচি সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন। ঢাকা মালয়েশিয়ার কর্তৃপক্ষ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির দ্বারা বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতিও চেয়েছেন।

‎মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনূসের দীর্ঘমেয়াদী ‘থ্রি জিরো’ অভিযানের প্রতি তীব্র আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

‎অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনি যদি দারিদ্র্যবিহীন একটি পৃথিবী কল্পনা না করেন, তবে তা ঘটবে নাভ’  বিশ্ব নেতাদের এমন একটি সভ্যতা গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

‎অধ্যাপক ইউনূস শিক্ষা সম্পর্ক আরও জোরদার করার জন্য মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

‎বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি...

image

জাকসু নির্বাচন: হলভিত্তিক ভোট কেন্দ্রে নিরাপত্তার শঙ্কা

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাক...

image

ডাকসু নির্বাচন: আজ থেকে শুরু হচ্ছে মনোনয়ন সংগ্রহ

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু...

image

রাবিতে ‘স্বৈরাচারের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে ছাত্রদ...

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্যাসিস্টের...

image

একাদশে ভর্তিতে বাড়ল প্রথম ধাপে আবেদনের সময়

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তিতে অনলাইন...

  • company_logo