
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ বিষয়ক এক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনোভেশন ফান্ডিংয়ের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ এবং প্রজেক্ট অফিসার রিমা রেবেকা মুরমু।
বক্তারা বলেন, এই ৪৮ দিনের প্রশিক্ষণ প্রকল্প শিক্ষার্থী কৃষকদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি, চাষাবাদ পদ্ধতি, বাজারজাতকরণ কৌশল ও আয়ের নতুন পথ সম্পর্কে বাস্তব জ্ঞান দেবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে।
প্রধান অতিথি আতিকুল ইসলাম বলেন, “এ ধরনের প্রকল্প তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করবে এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে। কৃষি শুধু জীবিকা নয়, এটি উন্নয়নের অন্যতম হাতিয়ার।”
সভায় উপজেলা এলাকার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, ভিডিসি সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ দিনের মধ্যে কৃষিজ ফসল উৎপাদন ও বিপণনসহ নানা বিষয়ে করণীয় তুলে ধরা হয়।
খুলনা প্রতিনিধিঃ সুন্দরবনের হারবারিয়া এলাকা থেকে সাড়ে ১৩ কেজ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগ...
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিয়াইয়ের সাথে আপওিকর সম্পর্ক এলাকাবাসীর...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলে গৃহহীনদেন...
মন্তব্য (০)