
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে শতাধিক টাপাল ট্যাবলেট, গাঁজা, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা।
সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও অপরজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১২৭ পিস টাপাল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬১ হাজার ৩৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর আগে, রাত আড়াইটার দিকে একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজারহাট উপজেলার মাদাই পাঠানপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মো. মোস্তফা (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫১ পিস টাপাল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আহাদ জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। পলাতক মাদক কারবারিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজাসহ এক মাদক ক...
বেনাপোল প্রতিনিধি : বিচারহীনতার কারনে গত ১৫ বছরে ভারত সীমান্...
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকিতে পুলিশের অ...
ঝিনাইদহ প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে আ...
মন্তব্য (০)