• সমগ্র বাংলা

ইউএনও'র উদ্যোগে চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়ক সাময়িক সংস্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়ক সাময়িকভাবে সংস্কার করা হয়েছে। ইউএনও'র উদ্যোগে চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়ক সাময়িক সংস্কার করা হয়।

শুক্রবার (৮ আগষ্ট) পৌরসভার দোলং এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাটি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি সাময়িকভাবে রাস্তাটির সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেন। 

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়। সেই প্রেক্ষিতে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সেটি সাময়িকভাবে সংস্কার করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি শীঘ্রই এর স্থায়ী সমাধান হবে। 

উল্লেখ্য, চাটমোহর টু কাছিকাটা আঞ্চলিক এই মহাসড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। এই রাস্তা নাটোর, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গের সকল জেলার সংগে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে ব্যবহিত হচ্ছে। 

মন্তব্য (০)





  • company_logo