
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধিঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং একই ঘটনায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ। বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, বাংলাদেশের আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা, বাংলা টিভি মাগুরা জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “দিবালোকে, অসংখ্য মানুষের উপস্থিতিতে, সাংবাদিক তুহিনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই হাত-পা ভেঙে ফেলার ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়—এটি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রকাশ্য হামলা।”
তারা দাবি জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান মিথ্যা মামলা, হামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরও বলেন, “যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে মাগুরা থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে হত্যার প্রতিবাদ জানান এবং নিহত তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...
জামালপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতা...
জামালপুর প্রতিনিধি : বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ চায়না ...
মন্তব্য (০)