
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে এক মানববন্ধনে সাংবাদিকেরা এ দাবি জানান। নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাংবাদিক হত্যার ঘটনা বাড়ছে। কিন্তু অধিকাংশ ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। এই দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাঁরা আসাদুজ্জামান হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।
নওগাঁ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নওগাঁ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ প্রমুখ।
অন্তবর্তী সরকারের উদ্দেশে নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ অনেক আকাঙ্খা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিলো। দায়িত্ব পাওয়ার এক বছরেও তাঁরা সেই আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদি আপনারা দেশের জনগণের, সাংবাদিকের নিরাপত্তা না দিতে পারেন, সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনাদের প্রয়োজন নেই।’
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক এসএম রায়হান আলম বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে চন্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজাসহ এক মাদক ক...
বেনাপোল প্রতিনিধি : বিচারহীনতার কারনে গত ১৫ বছরে ভারত সীমান্...
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকিতে পুলিশের অ...
ঝিনাইদহ প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে আ...
মন্তব্য (০)