• সমগ্র বাংলা

‎রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎জানা গেছে, শনিবার সকালে রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজারে চেকপোস্ট পরিচালনা করার সময় রৌমারী উপজেলার ইজলামারী এলাকার মাদক কারবারি রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মাদক কারবারি মোঃ জাহিদ হাসান(২০)কে ২০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে পুলিশ।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাজিবপুর সুইচগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ বিষয়ে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য (০)





  • company_logo