• সমগ্র বাংলা

‎সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি স্বাধীন: র‍্যাব

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজিপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ (শনিবার, ৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী।

‎কে এম এ. মামুন খান চিশতী বলেন, ‘চক্রের নারী সদস্য গোলাপি বাদশাহ নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাদশাহ সেই নারীকে আঘাত করে। এ ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাহকে ছুরি নিয়ে ধাওয়া করে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার ওপর হামলা করে তারা।’

‎এ ঘটনায় আজ আসামি মো. শাহ জালাল (৩২) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফয়সাল হাসান (২৩) নামে আরেক আসামিকে রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎এর আগে শুক্রবার (৮ আগস্ট) রাতে হত্যাকাণ্ডের প্রধান আসামি কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন ও আল-আমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

‎উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





  • company_logo