• জাতীয়

ইসির নিবন্ধন সংশোধিত কাগজপত্র জমা দিয়েছে ৬০ দল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হওয়ার জন্য এখন পর্যন্ত ৬০টি দল সংশোধিত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে। নিবন্ধনপ্রত্যাশী ১৪৫টি দলের মধ্যে এখনও কাগজপত্র জমা দেয়নি ৮৫টি দল।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও জানান, আগামী বুধবার কাগজপত্র দাখিলের জন্য নির্ধারিত সময়ের ১৫ দিন পার হবে।
 
এর আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৫টি দল নির্বাচন কমিশনে আবেদন জমা দেয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে সব দলের কাগজপত্র ও তথ্যের ঘাটতি পায় ইসি। এর পর ১৬ জুলাই থেকে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দেওয়া হয়। এই চিঠিতে প্রয়োজনীয় ও সংশোধিত কাগজপত্র ও তথ্যাদি জমা দিতে বলা হয়েছে।

গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। ‎তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সাংবিধানিক সংস্থাটি। ওই সময় পর্যন্ত নিবন্ধনের জন্য ১৪৫টি দল মোট ১৪৭টি আবেদন করে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম-কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম-কানুনই সাধারণত দেখা হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় দলের আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এর পর সেই দলগুলোর তথ্য সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ দেয় ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

মন্তব্য (০)





image

বিজনেস স্ট্র্যাটেজিক কনফারেন্স ফর এন্টারপ্রেনার শীর্ষক সে...

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে দি ওয়েস্টিন ঢাকা হোটেল অ্...

image

বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে: ভারতীয় সাংবাদিক

নিউজ ডেস্ক :বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্...

image

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা

নিউজ ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুন...

image

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দি...

নিউজ ডেস্ক : চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন করে গণতান্ত্র...

image

ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৫

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮ পর্য...

  • company_logo