• সমগ্র বাংলা

গোপালপুরে শতবর্ষী বটগাছ ভেঙে পড়ে আহত ১৭, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শত বছরের পুরনো একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে অন্তত ১৭ জন পথচারী ও হাটে আসা ক্রেতা-বিক্রেতা আহত হয়েছেন। অন্তত ১৫ টি দোকান ভেঙ্গে ক্ষয়ক্ষতির হয়েছে।বৃহস্পতিবার (সাপ্তাহিক হাটের দিন) (৩১ জুলাই) বিকেলে হঠাৎ করেই এই বটগাছটি ভেঙে পড়ে জনসমাগমপূর্ণ স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং শুরু করে উদ্ধার তৎপরতা।

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেন, ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় আরো সঙ্গে ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাপ মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, নগদা শিমলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি সাগর মিয়া, আরো উপস্থিত ছিলেন গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই বটগাছটি শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকেই অপসারণ করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন অনেকে।

ঘটনার পর থেকে বাজার এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে এমন ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও নিয়মিত পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ নুরুল ইসলাম বলেন আহতদেরকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, আমরা গাছটির সরিয়ে  দেয়ার ব্যবস্থা করছি।

মন্তব্য (০)





image

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে গোনা ইউনিয়ন বিএনপির...

image

শ্রীপুরে তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

সীমান্তে ২ বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ বিএসএফের বিরু...

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আরও...

image

মাগুরায় "রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫" উদযাপন: আলোচনা সভ...

মাগুরা প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং ব...

image

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই বাংলাদেশ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্...

  • company_logo