
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শিশু কিশোর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তারা।
আজ শুক্রবার সকালে জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর এর উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে ২৪ এর গণঅভ্যুত্থানে শতাধিক শহীদ শিশু কিশোরের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে অংকুর মিলনায়তনে জুলাই স্মরণ উপলক্ষে প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। ৫ টি গ্রুপে বিজয়ী ১৫ জনের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।
মানববন্ধনে জাতীয় পতাকা, ব্যনার ও বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শিশু কিশোররা তাদের বক্তৃতায় ২০২৪ সালের অভ্যুত্থানে নিহত শিশু কিশোর হত্যাকারীদের বিচার নিশ্চিতে স্পেশাল ট্রাইভ্যুনাল গঠন করার দাবি জানান। এছাড়া নিরপরাধ শিশু কিশোরদের রাজনৈতিক কারনে হত্যা বন্ধ ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের কাছে যথাযথ আইন প্রনয়নের দাবি জানানো হয়।
অংকুর নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় এবং পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর এর প্রধান উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, কাজী আরিফুর রহমান। অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন অংকুর পরিচালনা পরিষদ সদস্য এডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ, মাহির উদ্দিন মিসবাহ।
শহীদদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে গোনা ইউনিয়ন বিএনপির...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আরও...
মাগুরা প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং ব...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্...
মন্তব্য (০)