• শিক্ষা

রাণীনগরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনি পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নওগাঁ জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলার ১৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২৩সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ৩৪জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে প্রত্যক শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পরবর্তিতে আরো ভালো ফলাফল করার অঙ্গিকার ব্যক্ত করে শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, আত্রাই উপজেল মাধ্যমিক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা সহকারী পরিদর্শক হাসানুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রথমে নিজেদের একজন নিরাপদ মানুষ হিসেবে বিনির্মাণ করার আহ্বান জানান। এরপর প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় ক্ষতিকারক কীট মোবাইল ফোনের পেছনে ব্যয় না করে সেই সময়টুকু পড়ার কাজে ব্যবহার করার অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

মাদরাসা শিক্ষা অধিদপ্তর: জরুরি নির্দেশনা না মানলে শিক্ষকদ...

নিউজ ডেস্কঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি ...

image

‎স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিআর কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং প্রয়ো...

image

ইউএনওকে সভাপতি করে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের কমিটি ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন...

image

‎ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট ক...

নিউজ ডেস্কঃ ডিজিটাল মোবাইল জার্নালিজম ঢাকা বিশ্ববিদ্যাল...

image

বকুলের সহযোগিতায় মহসিন কলেজে ভর্তি রিকশাচালকের ছেলে রুমান

খুলনা প্রতিনিধিঃ খুলনার রাজনীতিতে আলহাজ্ব রকিবুল ইসলাম ...

  • company_logo