• লিড নিউজ
  • শিক্ষা

‎হাওরে শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন রায়

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হাওরে প্রাথমিক শিক্ষার চিত্র খুবই খারাপ। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সবকিছু মিলিয়ে অবস্থা কোনোভাবেই আশানুরূপ নয়। এখানে শিক্ষার মান উন্নয়নে পথ খুঁজছি আমরা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
‎সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেত্রকোণা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‎উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘কিভাবে হাওরের সমস্যাগুলোকে কাটিয়ে উঠে শিক্ষার মান উন্নয়ন করা যায় সে পথ আমরা খুঁজছি। এছাড়া হাওরাঞ্চলে যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা। সেসব বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নৌকার ব্যবস্থা করা হচ্ছে।’

‎তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চার বিষয়ে পাঠদানের গুরুত্ব দিচ্ছে সরকার। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত। এ বিষয়গুলো শিক্ষার্থীরা ভালোভাবে আত্মস্থ করতে পারলে তাদের আর সমস্যা হবে না।’

‎প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে। এ বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে ১৫০টি উপজেলায় কর্মসূচি শুরু করা হবে। পরবর্তীতে সবগুলো উপজেলায় ফিডিং কর্মসূচি শুরু করা হবে বলেও জানান তিনি।

‎তিনি আরও বলেন, ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অধীনে আমরা একটি প্রজেক্ট নিচ্ছি। যা এ বছর থেকেই সবগুলো জেলার একটি উপজেলায় শুরু হবে। এ প্রজেক্টের আওতায় যেসব শিক্ষার্থী ঝড়ে পড়েছে এবং বয়সসীমা পার হয়ে গেছে তাদের আমরা প্রাথমিক বেসিক শিক্ষা প্রদান করবো।’

‎এর আগে তিনি জেলার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

‎পরে তিনি বরেণ্য লেখক, বুদ্ধিজীবী, প্রাবন্ধিক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তচিন্তক প্রগতিশীল ধারার অধ্যাপক যতীন সরকারের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলার প্রশাসনিক পর্যায়ের সকল কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

মাদরাসা শিক্ষা অধিদপ্তর: জরুরি নির্দেশনা না মানলে শিক্ষকদ...

নিউজ ডেস্কঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি ...

image

‎স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিআর কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং প্রয়ো...

image

ইউএনওকে সভাপতি করে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের কমিটি ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন...

image

‎ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট ক...

নিউজ ডেস্কঃ ডিজিটাল মোবাইল জার্নালিজম ঢাকা বিশ্ববিদ্যাল...

image

বকুলের সহযোগিতায় মহসিন কলেজে ভর্তি রিকশাচালকের ছেলে রুমান

খুলনা প্রতিনিধিঃ খুলনার রাজনীতিতে আলহাজ্ব রকিবুল ইসলাম ...

  • company_logo