• অর্থনীতি

নীতি সুদহার আগের মতো রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার আগের মতো ১০ শতাংশই রাখা হয়েছে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে তা কমানোর ইঙ্গিত দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। জুনে তা ৮ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। লক্ষ্য ৩ থেকে ৫ শতাংশের মধ্যে নিয়ে আসা। তিনি জানান, চাল ছাড়া বেশির ভাগ পণ্যের দাম এখন স্থিতিশীল।

‎প্রবৃদ্ধি প্রসঙ্গে গভর্নর বলেন, বর্তমান বাস্তবতায় ৪ শতাংশ প্রবৃদ্ধি মন্দ নয়। রাজনৈতিক স্থিতিশীলতা প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের সঞ্চয় নিরাপদ। এবার বড় আকারে সার্জারি করা হবে। সরকার বড় অংকের তহবিল যোগান দেবে। মুনাফাসহ সেই টাকা ফেরত নিতে পারবে সরকার।

‎নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ডিসেম্বর পর্যন্ত ৭ দশমিক ২ শতাংশ এবং জুন পর্যন্ত ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ, অর্জিত হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

‎সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগের মতোই ১৮ দশমিক ১ শতাংশ। তবে গত বছর এই প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬ শতাংশ। মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা এবার সামান্য বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছে, যা গত জুন পর্যন্ত ছিল ৮ দশমিক ৪ শতাংশ। বাস্তবে অর্জিত হয়েছে ৭ শতাংশ। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের ধার দেওয়ার সুদহার (এসএলএফ) ১১ দশমিক ৫ শতাংশ এবং টাকা জমার সুদহার (এসডিএফ) ৮ শতাংশই থাকছে। বাজেট অনুযায়ী, জুন পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‘আমদানি-রপ্তানিকারকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না’

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খা...

image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জেবিএস হোল্ডিংসের মধ্যে সমঝোতা...

নিউজ ডেস্ক :  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হ...

image

আগস্টের ২৭ দিনে এলো ২৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসের ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদে...

image

গত ৬ মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংল...

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) সরকারের বিভিন্ন ...

image

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজ ডেস্কঃ প্রবাসী আয় বা রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তা...

  • company_logo