• অর্থনীতি

‘আমদানি-রপ্তানিকারকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না’

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমদানি-রপ্তানিকারকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। বৃহস্পতিবার এনবিআরের সম্মেলন কক্ষে জুলাই মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, ‘আমাদের মূল ফোকাস হতে হবে ট্রেড ফ্যাসিলিটেশন নিশ্চিত করে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করা।’

সন্দেহের বশবর্তী হয়ে আমদানি বা রপ্তানিকারকের বিন লক না করে অ্যাসাইকুডা সিস্টেমে রক্ষিত অতীত রেকর্ডের ভিত্তিতে রাজস্ব ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য তিনি পরামর্শ দেন। 

তিনি বলেন, অহেতুক বিন লক করে সৎ ও কমপ্লায়েন্ট আমদানি-রপ্তানিকারকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রতিটি কাস্টমস হাউস এবং গোয়েন্দা দপ্তরকে আমদানি-রপ্তানিকারকদের বিন কী কারণে লক করা হয়েছে এবং গৃহীত প্রতিটি কার্যক্রম থেকে কী পরিমাণ অতিরিক্ত কর আদায় হয়েছে, প্রতিটি মাসিক রাজস্ব সভায় এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ভ্যাটের আইন যথাযথভাবে প্রয়োগ করে আইনানুগভাবে প্রযোজ্য কর আদায় করতে হবে। 

এক্ষেত্রে কর্মকর্তাদের আদায়ের গ্রোথ বা প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে আসার জন্য তিনি পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, যারা সৎভাবে নিয়ম-কানুন মেনে ভ্যাট দেন তাদের ওপর অহেতুক বাড়তি চাপ প্রয়োগ করা সমীচীন নয়। ভ্যাট আদায়ের ক্ষেত্রে যারা মোটেও ভ্যাট পরিশোধ করেন না তাদের ভ্যাট নেটে আনা এবং যারা ভ্যাট ফাঁকি দেন তাদের বিরুদ্ধে আইন অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভ্যাট আদায় বাড়াতে হবে।

ভ্যাটের আওতা বাড়াতে আইন অনুযায়ী যাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক তাদের সব ভ্যাট রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য সভায় নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এবং অনলাইন আয়কর রিটার্ন দাখিলের ন্যায় আগামী এক মাসের মধ্যে বন্ডের সব কার্যক্রম অনলাইনে সম্পাদন বাধ্যতামূলক করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

তিনি বন্ডের কার্যক্রম অনলাইনে সম্পাদন করার ক্ষেত্রে প্রত্যেকটি সেবার জন্য সময়সীমা নির্ধারণ করে দিতে পরামর্শ দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা প্রবর্তনের জন্য নির্দেশনা দেন।

আয়কর অনুবিভাগের রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনায় অংশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করদাতারা যাতে কল সেন্টার থেকে সার্বক্ষণিক তাদের প্রশ্নের উত্তর পেতে পারেন- সেজন্য সব কমিশনারেটে ই-রিটার্ন দাখিলে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করার পরামর্শ দেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ‘ই-টিন’ ও ‘ই-টিডিএস’ সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে ‘ই-টিন’ সিস্টেমে রক্ষিত তথ্য অনুসারে ‘ই-টিডিএস’ সিস্টেমে করদাতার তথ্য এবং অধিক্ষেত্র প্রতিনিয়ত স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করার নির্দেশনা দেন। 

তিনি বকেয়া কর আদায় বাড়ানোর জন্য বিদ্যমান আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে বলেন। জাতীয় রাজস্ব বোর্ড থেকে সম্প্রতি প্রণিত অডিট নির্দেশনা অনুসরণ করে সব অডিট মামলা দ্রুত নিষ্পত্তি করে কর দাবি সৃষ্টি এবং কর আদায় করার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়। আয়কর আদায় বাড়াতে অডিট কার্যক্রম বেগবান করার ওপর সভায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ব্যক্তিশ্রেণির করদাতাদের অডিট নির্বাচন প্রক্রিয়া স্বয়ংক্রিয় উপায়ে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অতিদ্রুত করপোরেট করদাতাদের ক্ষেত্রেও চালুর প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণের ওপর সভায় গুরুত্ব আরোপ করা হয়।

মন্তব্য (০)





image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জেবিএস হোল্ডিংসের মধ্যে সমঝোতা...

নিউজ ডেস্ক :  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হ...

image

আগস্টের ২৭ দিনে এলো ২৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসের ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদে...

image

গত ৬ মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংল...

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) সরকারের বিভিন্ন ...

image

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজ ডেস্কঃ প্রবাসী আয় বা রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তা...

image

বেসরকারি খাতে যাবে নগদ: গভর্নর

নিউজ ডেস্ক : ডাক অধিদপ্তরের মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস)...

  • company_logo