
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: মঙ্গলবার দিনব্যাপী নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন কর্মকান্ডের উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। এদিন প্রথমেই নওগাঁর রাণীনগরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারে অবস্থিত ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সেবা গ্রহিতারা কোন হয়রানী ও ভোগান্তি ছাড়াই অনলাইনে ভূমি বিষয়ক যাবতীয় সেবা সরকার প্রদত্ত নির্ধারিত মূল্যে পাবেন। প্রধান অতিথি হিসেবে কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে জুলাই পুনর্জাগরণ আয়োজনের অংশ হিসেবে জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অত্র অঞ্চলের সহস্রাধিক অসহায় ও গরীব মানুষদের ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
পরে প্রধান অতিথি ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ২০২৫ এ ৫+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা উপহার দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বাীসহ অন্যান্যরা।
এছাড়া জেলা আত্রাই উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে “ল্যাঙ্গুয়েজ ক্লাবের” উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বে...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে মধ...
নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ত...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্...
নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলা...
মন্তব্য (০)