
ছবিঃ সংগৃহীত
রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ সহিংস ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্তে যৌথভাবে অভিযান চালায় পুলিশ ও অন্যান্য সংস্থাগুলো।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার (২৮ জুলাই) ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর একটি ছবি পোস্ট করার অভিযোগ থেকে। অভিযোগের ভিত্তিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে শতাধিক মানুষ জড়ো হয়ে আলদাদপুর বালাপাড়া হিন্দু পাড়ায় হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে, এমনকি ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায়, গংগাচড়া মডেল থানায় অজ্ঞাতনামা দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। ঘটনার মাত্র একদিনের মধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার ঘটনায় কমপক্ষে ১২টি হিন্দু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘরে মোট ২২টি পরিবার বসবাস করতো। বর্তমানে ১৯টি পরিবার পুনরায় নিজেদের বাড়িতে ফিরে এসেছে। তবে অভিযুক্ত রঞ্জন কুমার রায় ও তার চাচার পরিবারসহ ৩টি পরিবার নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ঘর মেরামতের জন্য সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় সেনা ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং স্থানীয় জনগণকে উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে বলা হয়েছে।
নিউজ ডেস্কঃ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বে...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে মধ...
নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ত...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্...
নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলা...
মন্তব্য (০)