• সমগ্র বাংলা

নওগাঁয় রাজনৈতিক সহিংসতা মামলার ফাঁদে নিরীহ মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বর্তমানে নওগাঁয় রাজনৈতিক সহিংসতা মামলার ভয়ে দিশেহারা সাধারণ মানুষরা। গত বছরের ৫আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে নতুন করে উজ্জ্ববীতি হওয়া দলীয় মামলায় আ’লীগের ডেভিলদের পাশাপাশি সম্পর্ক খারাপ কিংবা পারিবারিক দ্বন্দ্বের প্রতিশোধ নিতে অনেক সাধারণ মানুষকে মামলার আসামী করা হচ্ছে। এতে করে পুরো জেলাজুড়েই রাজনৈতিক সহিংসতা মামলার আতঙ্ক বিরাজ করছে।

যারা কখনোও আ’লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না কিংবা কেউ চাকরীর সুবাদে দীর্ঘ সময় ধরে নিজ এলাকার বাহিরে আছেন আবার অনেকেই দিনমজুরের কাজ করে তাদের নামও মামলায় অর্ন্তভ’ক্ত করে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। এতে করে অনেক সাধারণ ও নিরীহ মানুষরা রাজনৈতিক মামলার যাতাকলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যারা নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন তারা মামলা থেকে রেহাই পাচ্ছেন আর যারা যোগাযোগ করছেন না তারা পড়ছেন পুলিশের রোষানলে।

সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পক্ষ থেকে চলতি মাসের ১১তারিখে নওগাঁ সদর মডেল থানায় দায়ের করা রাজনৈতিক সহিংসতা শিরোনামের মামলা থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ি গ্রামের মৃত-আ: সাত্তারের ছেলে লিটন সরদার (৪৩) বাদি হয়ে চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম (মুকুল) কে ১নং আসামী এবং বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেলকে ২নং আসামী করে মোট ৫২জনের নামে এবং ১০০/১৫০জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসীল ঘোষনা হলে মামলার আসামীরা বেপোরোয়া হয়ে ওঠে। বিএনপির সমর্থিত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বিভিন্ন ওয়ার্ডের প্রচার কেন্দ্রে হামলা চালায়। এমতাবস্থায় ২০১৮সালের ডিসেম্বর মাসের ২৯তারিখে আসামীরা চুনিয়াগাড়ি গ্রামের ময়েনের বাড়ীর সামনে থাকা বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে অনাধিকার প্রবেশ করে অফিস ভাংচুর করে এবং আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। ভোট বানচাল করতে আসামীরা ভোটের দিন ৩০ডিসেম্বর ভোটের ব্যালট বাক্স ও ভোটার তালিকা এবং ব্যালট পেপার ছিড়ে ফেলে রাষ্ট্রের ক্ষতি সাধন করে। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে ককটেল বিস্ফোরন করাসহ নানা অভিযোগ এনে এই রাজনৈতিক সহিংসতা শিরোনামে এই মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার ১২নং আসামী চন্ডিপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আকন্দ পাড়া গ্রামের মোসলেম আকন্দের ছেলে মোঃ আতিকুর রহমান (সোহাগ)। যিনি ২০১১সালে কৃষি বিভাগে উপসহকারি পদে চাকুরীতে প্রবেশ করেন। এরপর শরীয়তপুর জেলায় ছিলেন ৩বছর। পরবর্তিতে বদলী নিয়ে প্রথমে জেলার ধামুইরহাট উপজেলাতে এবং বর্তমানে রাণীনগর উপজেলাতে কর্মরত আছেন। চাকুরীর কারণে নিজ গ্রামের বাড়িতে থাকা হয় না বর্তমানে তিনি দীর্ঘদিন যাবত রাণীনগর উপজেলাতে বসবাস করে আসছেন।

আতিকুর রহমান (সোহাগ) জানান তিনি এবং তার পরিবারের কেউই কখনোও কোন দলের সাথে জড়িত ছিলেন না। অথচ তাকে চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডেন সহ সাংগঠনিক সম্পাদক পদ দেখিয়ে মামলা করা হয়েছে। মামলাতে উল্লেখ করা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (২০১৮ সালের জাতীয় নির্বাচন) পূর্বের দিন এবং ভোটের দিন এই দুই দিনই তিনি তার অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন। এই সংক্রান্ত সকল তথ্যাদি সংরক্ষিত আছে।

তিনি আরো জানান চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সংগঠনিক সম্পাদক গাংজোয়ার গ্রামের আবুল কালামের ছেলে সবুজ হোসেনের সাথে তার পারিবারিক শত্রুতা ছিলো। সেই শত্রুতাকে পুজি করে সবুজ তাকে রাজনৈতিক সহিংসতা মামলার আসামী করেছেন। বর্তমানে নওগাঁ জজকোর্টে মামলাটি চলমান রয়েছে। এছাড়া মামলা দায়েরের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা যোগাযোগ করতে বলছেন। কেউ বলছেন যোগাযোগ করলে ভালো হবে এবং কেউ বলছেন দ্রুতই যোগাযোগ করলে আপনার উপকার হবে। এভাবে একজন নিরপরাধ মানুষকে মামলার যাতাকলে ফেলে হয়রানী করা কতটুকু সমীচীন।

গাংজোয়ার গ্রামের মৃত আব্দুল গফুরের ৫৪ বছরের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি নজরুল ইসলাম। যাকে চন্ডিপুর ইউনিয়নের ১০নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বানিয়ে মামলার ৩০নং আসামী করা হয়েছে। মামলার খবর শোনার পর থেকে ভয়ে তিনি পালিয়ে রয়েছেন। পালিয়ে থাকার কারণে তার পরিবার বর্তমানে কষ্টে দিনানিপাত করছে। অথচ নজরুলের পরিবার বিএনপি সমর্থিত একটি পরিবার।

নজরুল ইসলাম জানান তিনি বাপে জনমে কোনদিন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে দিনমজুরী কাজ করে সংসার চালান। কে বা কারা তার সঙ্গে শত্রুতা করে অহেতুক মামলার আসামী বানিয়েছে তা তিনি স্বপ্নেও ভাবতে পারছেন না। মামলার প্রধান আসামী মুকুল তার মেয়ের সম্পর্কে ভাসুর হয়। সেই সুবাদে মুকুলের সঙ্গে তার একটি সম্পর্ক আছে। তার মানে এই নয় যে তিনি আ’লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমন হয়রানী মূলক মামলার দ্বারা কোন মানুষকেই হেনস্তা করা উচিত নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মামলার আরেক আসামী চন্ডিপুর গ্রামের বাসিন্দা জানান তিনি প্রায় ২৪বছর যাবত নিজ এলাকার বাহিরে ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে কোনদিন আ’লীগের রাজনীতির সঙ্গেই তিনি কখনো জড়িত ছিলেন না। বছর দু’য়েক হলো তিনি এলাকায় এসে ব্যবসা শুরু করেছেন। ব্যবসার সূত্রে নিজের গ্রামের বাড়িতেও থাকা হয় না। শ্বশুর বাড়ির লোকজন আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে সামাজিক ভাবে হেয় করতে এবং অহেতুক হয়রানী করতেই শত্রুতাবশত এলাকার নেতৃবৃন্দরা তাকে ছাত্রলীগের নেতা বানিয়ে মামলার আসামী করেছে। এমন ঘটনা সত্যিই দু:খ্যজনক। তাহলে সাধারণ মানুষরা নিরাপদ কার কাছে?  

চুনিয়াগাড়ি গ্রামের মৃত-আ: সাত্তারের ছেলে মামলার বাদী লিটন সরদার মুঠোফোনে জানান তিনি মামলার সকল আসামী সম্পর্কে জানেন না। তিনি শুধুমাত্র তার দায়িত্বে থাকা ৯নং ও ১০নং ওয়ার্ডের আসামীদের সম্পর্কে জানেন। অন্যান্য ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দরা যাদের নাম দিয়েছেন সেই সকল আসামী সম্পর্কে তারাই ভালো জানেন। আমি শুধু বাদি হয়ে  মামলাটি দায়ের করেছিমাত্র।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী মুঠোফোনে জানান মামলায় কাদের আসামী করা হবে সেই বিষয়টি জানবেন মামলার বাদী। তবুও আমরা সঠিক তদন্তের মাধ্যমে ওই মামলার প্রকৃত অপরাধি আসামীদের আটক করে আইনের আওতায় আনবো। কোন নিরীহ মানুষ যেন অহেতুক পুলিশী হয়রানীর শিকার না হয় সেই বিষয়টি যথাযথ ভাবে লক্ষ্য রাখা হবে।
 

মন্তব্য (১)





image
image

কুড়িগ্রামে সাংবা‌দিক আ‌রিফ‌কে নির্যাতন: সাবেক ডি‌সি সুলতা...

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে মধ...

image

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধার...

নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ত...

image

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নতুন কমিটি ঘোষণা

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্...

image

জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলা...

image

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দী...

  • company_logo