• আন্তর্জাতিক

গাজার শিশুরা যতদিন অনাহারে থাকবে, ততদিন ইসরাইলকে সমর্থন নয়: অ্যাঙ্গাস কিং

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং ঘোষণা করেছেন, তিনি ইসরাইলকে যেকোনো ধরনের সামরিক বা আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করবেন, যতক্ষণ না গাজায় মানবিক সংকটের সমাধান হয়।

‎সিনেটর কিং বলেন, ‘যতদিন গাজায় শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে কষ্ট ভোগ করবে, যতদিন তারা অনাহারে থাকবে, ততদিন আমি ইসরাইলকে কোনো ধরনের সহায়তা সমর্থন করব না। আমাদের কর্তব্য প্রথমে মানবিক সাহায্য নিশ্চিত করা।’

‎তার এই মন্তব্য ইসরাইল-সমর্থক মার্কিন রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে ‘ইসরাইলের নিরাপত্তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা’ বলে অভিহিত করেছেন। ইতোমধ্যে গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের কারণে সেখানে শিশু ও বেসামরিক নাগরিকদের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০% শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় না এবং অনেকেই তীব্র অপুষ্টিতে ভুগছে।

‎এছাড়া, ইসরাইল গত ২ বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

‎টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার, পানি ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি মানবিক সহায়তা বৃদ্ধির দাবি আরও জোরালো হচ্ছে, পাশাপাশি ইসরায়েল-হামাস সংঘাতের একটি রাজনৈতিক সমাধানেরও আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য (০)





image

গাজায় মানবিক সহায়তা আটকে দিয়ে ‘হত্যার নকশা’ তৈরি করছে ইসর...

নিউজ ডেস্কঃ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দি...

image

মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত ‎

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় ...

image

গাজায় খাদ্য সংগ্রহের সময় ২ দিনে নিহত ১০০ জনের বেশি: জাতিসংঘ

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চরম খ...

image

‘অস্তিত্ব সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছ...

image

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির

নিউজ ডেস্ক : গাজায় ইসরায়েলে বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হার...

  • company_logo