• সমগ্র বাংলা

আমি কাউকে সমর্থন করিনি, কাউকে সমর্থন করার জন্য আমি না : হাসাদুল ইসলাম হীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে এবার মাঠে নামলেন চাটমোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।

বুধবার (২৩ জুলাই) বিকেলে তিনি বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর প্রদক্ষিণ করে। 

এর আগে তিনি ঢাকা থেকে সড়কপথে ফরিদপুর এসে পৌঁছান। এরপর চাটমোহর থেকে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা ফরিদপুর থেকে তাকে স্বাগত জানান। সেখান থেকে মোটরসাইকেল শোডাউন ও গাড়ি বহর নিয়ে তিনি ফরিদপুর বাজার হয়ে ভেড়ামারা বাজার, ভাঙ্গুড়া বাজার হয়ে চাটমোহরে পৌর সদরের প্রধান সড়ক ঘুরে সন্ধ্যার দিকে চাটমোহর বাসস্ট্যান্ডে গিয়ে পৌঁছান। 

সেখানে পথসভায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য দেন হাসাদুল ইসলাম হীরা। তিনি বলেন, আমাকে নিয়ে বলা হয় আমি নাকি তুহিন ভাইকে সমর্থন করেছি। তার জনসভায় গিয়েছি। আমি দলের নগন্য একজন কর্মী মাত্র। যখন কেন্দ্রীয় নেতারা একটা প্রোগ্রামে আসে। সেখানে আমার মত একজন কর্মী যেতে বাধ্য। সেকারণে তুহিন ভাইয়ের জনসভায় আমি গিয়েছি। হয়ত আমি গিয়ে বুঝতাম যদি তুহিন ভাই একটা কাগজ দেখাতেন যে তাকে মনোনয়ন দিয়েছে বা প্রাথমিক মনোনয়ন দিয়েছে। আমি ভেবেছিলাম তিনি হয়তো কোন কাগজ দেখাবেন। কিন্তু উনি কোন কাগজ দেখাননি। 

হীরা বলেন, আমি কাউকে সমর্থন করিনি, কাউকে সমর্থন করার জন্য আমি না। আমি হীরা দলের দুঃসময়ে হাজত খেটেছি, জেল খেটেছি, মামলা খেয়েছি। একের পর এক নির্যাতন আমার উপরে চলেছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আ'লীগের নেতাকর্মীদের দ্বারা। তার পরেও আমি বিএনপি থেকে এক বিন্দু ও সরে দাঁড়াইনি। আমার বিএনপির সকল নেতৃবৃন্দ আজকে যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক দুঃসময়েও অক্টোপাসের মত আমাকে ধরে রেখেছিলেন এবং সামনে এগিয়ে নিয়েছিলেন। আমার বিএনপি দলের দুঃসময়ে নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছিলেন জেলজুলুম হামলা মামলা খেটেছেন। সেইসব জেল জুলুমের হামলা মামলার দায়ভার আমি গ্রহণ করেছি। এমনকি কোর্টের উকিল থেকে শুরু করে বাড়ির সংসার খরচ পর্যন্ত আমি দিয়েছি। আমি প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ নিয়েছি। সে দুঃসময়ে আমি ছিলাম এখনো আছি শেষ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ।

 

হাসানুল ইসলাম হীরা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০১৮ সালে চাটমোহর থেকে ধানের শীষের দুইজনকে মনোনয়ন দিয়েছিলেন আমাকে এবং সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামকে। অতএব আমার বিশ্বাস মনে প্রানে বিশ্বাস করি চাটমোহরবাসী এখনো যেন সেই বিশ্বাসটুকু নিয়ে থাকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারও ধানের শীষের মনোনয়ন চাটমোহর থেকেই দেবে ইনশাল্লাহ। কারণ চাটমোহর উপজেলায় ওই ভাঙ্গুড়া ফরিদপুরের চেয়েও ৩০/৩৫ হাজার ভোট বেশি। সেই উপজেলায় দীর্ঘদিন এমপি নাই। চাটমোহর নির্যাতিত একটা উপজেলা যেখানে কোন উন্নয়ন নেই। দীর্ঘ ২০ বছরের উন্নয়নের ছোঁয়া যেখানে থাকেনা, সে উপজেলা একটা গ্রামে পরিণত হয়ে গেছে। অতএব আমার দলের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব আপনি আসুন মাঠ পর্যায়ে জরিপ করুন। আপনি যাকে পছন্দ হয় তাকে ধানের শীষের মনোনয়ন দেবেন আমি তারই নির্বাচন করব ইনশাল্লাহ। আমি পাবনা-৩ আসনের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেবার দাবি জানাই। আমরা চাটমোহরবাসীর স্বার্থে চাটমোহর থেকে এমপি প্রার্থী দেবার দাবি করছি। বহিরাগত কাউকে আমরা মানবো না। এই দাবিতে আমাদের আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয়, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল সহ অনেকে।

এর আগে দীর্ঘদিন ধরে চাটমোহর থেকে ধানের শীষের প্রার্থী দেবার দাবিতে নিয়মিত উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা। এছাড়া চাটমোহরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন। 

উল্লেখ্য কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন কে পাবনা-৩ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি।

মন্তব্য (০)





image

ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকার থ...

image

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে কিন্ডারগার্ট...

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও...

image

ফরিদপুরের সদরপুরে ধর্ষকের বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ...

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের সদরপুরে ধর্ষককে গণপিটুনির জেরে গ্রামব...

image

লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান কর...

image

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত দুই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফিজুর ...

  • company_logo