
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর এবং সৈয়দপুরে পৃথক স্হানে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং ২০জন আহত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ যাত্রী আহত এবং ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপ মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
বিরল থানার উপ পরিদর্শক সোহেল রানা জানান, বিকাল ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত মোটর সাইকেল চালক সোহেল রানা (৩৬) বিরলের কাটিগাড়ী গ্রামের বাবুলের ছেলে। এসময় পিকআপের হেলপার আহত হয়েছে।
বিরল থানার ইনচার্জ আব্দুস ছবুর জানান পিকআপটি জব্দ করেছেন তারা।
এর আগে দিনাজপুর রংপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সৈয়দপুর ১০০ শয্য হাসপাতালে চিকিৎসাধীন যাদের বেশিরভাগই বাস যাত্রী।
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান,
রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি গেটলক বাস সৈয়দপুর বাইপাসের ওয়াবদা মোড় এলাকা পার হওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা ট্রাকের এক পাশের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায় চালক বিপরিতগামী বাসটিকে ধাক্কা দেয়। এতে ১৯ যাত্রী আহত হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকার থ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও...
পাবনা প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৩ আসনে স্থানীয় প...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে ধর্ষককে গণপিটুনির জেরে গ্রামব...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান কর...
মন্তব্য (০)