• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও এইচএসসি সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে "উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" এবং "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)" প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে দুপুর ২টা ৩০ মিনিটে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মোট ৩০ জন কৃতী শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এপিডি-১ প্রফেসর নজরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নজরুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সম্মাননা তোমাদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। এই অর্জন তোমাদের ভবিষ্যৎ পথচলায় আরও বেশি অনুপ্রাণিত করবে। তোমরা দেশের ভবিষ্যৎ এবং তোমাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন দেখে আমি অত্যন্ত আনন্দিত। ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীরা যে শুধু পড়াশোনায় ভালো তাই নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। উপজেলা প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা প্রদান করবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আউয়াল। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম উপস্থিত লোকজনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং তাদের মেধার স্বীকৃতি প্রদানে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকার থ...

image

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে কিন্ডারগার্ট...

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও...

image

আমি কাউকে সমর্থন করিনি, কাউকে সমর্থন করার জন্য আমি না : হ...

পাবনা প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৩ আসনে স্থানীয় প...

image

ফরিদপুরের সদরপুরে ধর্ষকের বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ...

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের সদরপুরে ধর্ষককে গণপিটুনির জেরে গ্রামব...

image

লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান কর...

  • company_logo