• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং বিশেষ সম্পদ। তাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করতে  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ২১শে জুলাই সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলার ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৭টি হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ করেছে।

হুইলচেয়ার ও ২টি ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়া, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়ার বিতরণ অনুষ্ঠানে বলেন, "প্রতিবন্ধীরা আমাদের সমাজের সুবর্ণ নাগরিক। তাদের চলার পথ যেন কোনোভাবেই রুদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে তাদের চলাচলের স্বাধীনতাকে আরও গতিশীল ও বেগবান করার এই প্রচেষ্টা তারই অংশ। আমরা বিশ্বাস করি, এই হুইলচেয়ার ও ট্রাই সাইকেলগুলো তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং সমাজে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ্য করে তোলা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট থাকব।"

তিনি আরো বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান আমাদের সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই উদ্যোগ তাদের জীবনকে আরও স্বাবলম্বী করতে সাহায্য করবে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সমাজের প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি তার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত না হন।"

মন্তব্য (০)





image

রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখি (৩০...

image

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিদ্যায়িত হয়ে কামরুজ্জামান (৩০) নামের...

image

মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক: গাজীপুর ডি...

কালিয়াকৈর প্রতিনিধিঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যা...

image

বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে এম এন ই...

ময়মনসিংহ প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শো...

image

বিমান বিধ্বস্তের ট্রাজেডি: লাশবাহী গাড়িটিও ফিরল না সোজা পথে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ একটি মৃত্যুই যেখানে পুরো জাতিকে বাকরুদ্ধ ...

  • company_logo