• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানো, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ীকে নৃশংসভাবে হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানান। এ সময় তারা আরও বলেন-বিএনপি একটি সুশৃঙ্খল দল। একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায় তারা এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন এবং শরীফ আহম্মেদ জায়েনুল আবেদিন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

কুড়িগ্রামে সাংবা‌দিক আ‌রিফ‌কে নির্যাতন: সাবেক ডি‌সি সুলতা...

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে মধ...

image

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধার...

নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ত...

image

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নতুন কমিটি ঘোষণা

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্...

image

জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলা...

image

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দী...

  • company_logo