
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সমৃদ্ধি কর্মসুচি’র উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার রাণীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় মৌসুমী’র বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রবীনের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো সমৃদ্ধি’র উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, সাইকেল রালী, উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় ১০টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।
অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, মৌসুমী’র উপসহকারী পরিচালক লিয়াকত আলী, আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুর রউফ পাভেল, উপজেলা কর্মসূচী সমন্বয়কারী শাহীন আহম্মেদ, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচী সমন্বয়কারী শাহীন আহম্মেদ জানান, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাবনা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ব...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু'র সাবেক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ...
লালমনিরহাট প্রতিনিধি: মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুন সহ সারাদেশে বি...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ক...
মন্তব্য (০)