• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার কথা বলেছেন। বুধবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এবার ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে টার্গেট করে হামলা চালাচ্ছে মার্কিন মদদপুষ্ট ইসরায়েল।

ষষ্ঠ দিনে পা রেখেছে ইরান-ইসরায়েল সংঘাত। টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নির্ঘুম একেকটি রাত কাটছে দুই দেশেরই নাগরিকদের। এরই মধ্যে ইরানের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল। 

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই কেন্দ্রটিকে। গত বছরের অক্টোবরেও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের এই ক্ষেপণাস্ত্র কারখানাটি।

এদিকে ইরানে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশসীমা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

অবশ্য এখন পর্যন্ত ছাড় দিয়ে কথা বলেনি ইরানও। ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর মাধ্যমে এতদিন ইসরায়েলের দম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা আয়রন ডোমসহ সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নজিরবিহীনভাবে নাড়িয়ে দিয়েছে দেশটি।    

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজি-ফার্সি ছাড়াও হিব্রু ভাষায় ইসরায়েল ও তাদের মিত্রদের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সেখানে তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো। সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমাদের। ইহুদিবাদীদের কোনও দয়া দেখাবো না আমরা।

মন্তব্য (০)





image

লেবাননে প্রায় ১০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক...

image

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রম...

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত ...

image

গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে: এরদ...

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ...

image

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস ...

image

ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়েছে: ইউএনআরডব্লিউএ

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাকে &...

  • company_logo