• সমগ্র বাংলা

কালিয়াকৈরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘিরে দু'পক্ষের সংঘর্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত করে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

রোববার (১৫ জুন) সকাল থেকে কালিয়াকৈর বাইপাস এলাকায় উত্তেজনা শুরু হয়। সাবেক উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের অনুসারীরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মহাসড়কের বাইপাস এলাকায় অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাদের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সমর্থকরাও যুক্ত হন।

অন্যদিকে, নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে উভয় পক্ষ মুখোমুখি হয় এবং সেখানে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, কালিয়াকৈর বাসস্ট্যান্ড এবং কলেজ রোডসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান তড়িঘড়ি করে বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ জোবায়ের জানান, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা গেছে, শনিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গাজীপুরের ৫ উপজেলা ও পৌরসভায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে নুরুল ইসলাম শিকদারকে এবং সদস্য সচিব করা হয়েছে এম আনোয়ার হোসেনকে। এই কমিটিতে মোট ৪১ জন সদস্য রয়েছেন।

এছাড়া কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মোঃ মাসুদ সরকারকে এবং সদস্য সচিব মোঃ মহসিন উজ্জামানকে। এই কমিটিতেও ৪১ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোন ঠাঁই নেই : আযম খান

পাবনা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ব...

image

একদল যাবে, আরেকদল দখল করবে এই অপরাজনীতির কবর রচনা করতে হব...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু'র সাবেক...

image

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ...

image

লালমনিরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুন সহ সারাদেশে বি...

image

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবি: আসামি প্রকাশ্যে ঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ক...

  • company_logo