• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বেশকিছু বিদেশি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্য আমেরিকার বেশকিছু দেশের কিছু সংখ্যক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (৩ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাটি দেন। এ সময় তিনি বলেন, কিউবান মেডিক্যাল মিশন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। কারণ হিসেবে তার দাবি, এবারের কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জোরপূর্বক শ্রমে বাধ্য ও কিউবার শ্রমিকদের শোষণ করেছেন।

যদিও এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞার কবলে পড়া কর্মকর্তাদের নাম প্রকাশ করেননি তিনি। এমনকি তারা কোন কোন দেশের কর্মকর্তা সেই বিষয়েও কিছু জানানো হয়নি।

বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব কর্মকর্তারা শোষণমূলক কার্যক্রম সমর্থন ও দীর্ঘস্থায়ী করেন, তাদের জবাবদিহিতার মুখোমুখি করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আর বলেন, কিউবার শ্রমিক রপ্তানি কর্মসূচি অংশগ্রহণকারীদের অপব্যবহারের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত কিউবান সরকারকে সমৃদ্ধ এবং প্রত্যেকদিন কিউবানদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে। যদিও এই চিকিৎসা সেবা তাদের জন্মভূমিতে অত্যন্ত প্রয়োজন।

 তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দশকের পর দশক ধরে এ ধরনের শ্রম শোষণের অভিযোগ অস্বীকার করে আসছে হাভানা।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে কিউবার কর্মকর্তাদের লক্ষ্য করে ভিসা বিধিনিষেধ নীতি সম্প্রসারণের উদ্যোগ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সে সময় তিনি দাবি করেছিলেন, কিউবার শ্রমিকদের, বিশেষ করে স্বাস্থ্যসেবা কর্মীদের বিদেশে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট একটি কর্মসূচি পরিচালনা করেন, এমন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

বিশ্বজুড়ে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের বিদেশে প্রেরণের মাধ্যমে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে কিউবার স্বাস্থ্যসেবা খাত। 

১৯৫৯ সালের বামপন্থি বিপ্লবের পর থেকে কিউবা সংহতির নামে বিশ্বজুড়ে দুর্যোগ কবলিত স্থান ও রোগের প্রাদুর্ভাব রয়েছে, এমন এলাকায় ‘‘সাদা কোটের সেনাবাহিনী’’ নামে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রেরণ করে দেশটি। গত দশকে হাইতিতে কলেরা এবং পশ্চিম আফ্রিকায় বিভিন্ন দেশের ইবোলার বিরুদ্ধে লড়াই করে কিউবার স্বাস্থ্যসেবা কর্মীরা।

মন্তব্য (০)





image

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে পারছে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে রাতভর ক্ষেপণা...

image

খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতোঃ ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ...

image

তারা কোনোদিন পরমাণু অস্ত্র পাবে না, এর আগেই ধ্বংস হয়ে যাব...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল-ইরান সংঘাত বন্ধে ‘যুদ্ধবিরতি নয়, চাই প্রকৃত ...

image

সত্যের শত্রু ইসরায়েলঃ এসমাইল বাকায়ি

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইব...

image

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিলেন ইমানুয়েল ম...

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবির...

  • company_logo