• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পরমাণু সমৃদ্ধকরণ রোধে মার্কিন প্রস্তাবের নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কঠোর বার্তায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

বুধবার (৪ জুন) আল জাজিরার খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ এই নেতা এই বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি তেহরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের মূল দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।

এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র এবং ইরান সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তির বিশদ আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ বা নিম্ন-স্তরের সমৃদ্ধকরণ দাবি করেছে ওয়াশিংটন।

বুধবার ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে দেয়া তার ভাষণে খামেনি বলেন, ‘মার্কিন পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতা, বিশ্বাস এবং ‘আমরা পারি’ নীতির সাথে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘মার্কিন প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আদর্শের ১০০ শতাংশ বিরুদ্ধে। তেহরান তার সিদ্ধান্তের জন্য ওয়াশিংটনের অনুমোদন চাইবে না। কিছু অনেকে মনে করে যে যুক্তিসঙ্গত হলো আমেরিকার কাছে মাথা নত করা এবং নিপীড়ক শক্তির কাছে আত্মসমর্পণ করা; এটি যুক্তিসঙ্গত বিষয় নয়।’

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, ‘ইরানের সমৃদ্ধকরণ করা উচিত কিনা তা নিয়ে আপনি কেন হস্তক্ষেপ করছেন? আপনার বক্তব্য রাখার সুযোগ নেই।’

এর আগে ইরানের সাথে আলোচনায় আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার বিরোধিতা করছেন এবং এটিকে "লাল রেখা" বলে অভিহিত করেছেন।

জাতিসংঘের একটি ফাঁস হওয়া প্রতিবেদনে দেখা গেছে, ইরান গত তিন মাসে অস্ত্র-গ্রেডের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন ৫০ শতাংশ বাড়িয়েছে। তবে এটি এখনও পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ থেকে কম, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ৪ শতাংশের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

তবে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগ পুনরাবৃত্তি করছে।

মন্তব্য (০)





image

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের বোমার সরঞ্জাম বিক্রি কর...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলার মূল্যের বোমার সরঞ্জা...

image

এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিলো পাকি...

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে পাকি...

image

এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল নিয়ে আবারও যুক্তরাষ্...

image

মেয়েকে বাঁচাতে যে কারনে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন সাহসী বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে...

image

এবার ট্রাম্পের ‘তীব্র সমালোচনা’ করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ আলোচিত সেই বিল নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ...

  • company_logo