• আন্তর্জাতিক

মেয়েকে বাঁচাতে যে কারনে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন সাহসী বাবা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ১৪তলা বিশিষ্ট ‘ডিজনি ক্রুজ শিপ’-এর ৪ তলা থেকে হঠাৎ সমুদ্রে পড়ে যায় এক শিশু। মেয়েকে বাঁচাতে কোনো চিন্তা না করেই সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন সাহসী বাবা। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ জুন) বিকেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-মেয়ে একসঙ্গে জাহাজের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন। সে সময় মেয়েটি হঠাৎ সাগরে পড়ে যায়। মুহূর্তেই মেয়েকে বাঁচাতে বাবা নিজেও ঝাঁপ দেন।

দুইজনকেই প্রায় ১০ মিনিট ধরে সমুদ্রে ভেসে থাকতে হয়। পরে জাহাজ কর্তৃপক্ষের তাৎক্ষণিক উদ্যোগে উদ্ধারকর্মীরা পৌঁছে দুজনকেই জীবিত উদ্ধার করেন। উদ্ধার মুহূর্তের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং বাবার সাহসিকতার প্রশংসায় মুখর হয় নেটিজেনরা। জানা গেছে, বাবা-মেয়ে দুজনই সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

জাহাজের একজন যাত্রী বলেন, জাহাজটি এত দ্রুত চলছিল যে দ্রুতই তারা ছোট বিন্দুতে পরিণত হওয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরই জাহাজের ক্যাপ্টেন গতি কমিয়ে দিয়ে এবং বাবা ও মেয়েকে উদ্ধারের জন্য চেষ্টা চালান। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই তাদের উদ্ধার করা হয়। ৪ হাজার যাত্রী ধারণ ক্ষমতা বিশিষ্ট ডিসনে ড্রিম জাহাজটি বাহামাস দ্বীপপুঞ্জে চারদিন ঘুরে ফ্লোরিডার ফর্ট লডারডেলে ফিরতে ছিল। 

ডিসনে জাহাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুই যাত্রীকে উদ্ধারের কথা জানিয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। 

 

মন্তব্য (০)





image

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের বোমার সরঞ্জাম বিক্রি কর...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলার মূল্যের বোমার সরঞ্জা...

image

এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিলো পাকি...

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে পাকি...

image

এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল নিয়ে আবারও যুক্তরাষ্...

image

এবার ট্রাম্পের ‘তীব্র সমালোচনা’ করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ আলোচিত সেই বিল নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ...

image

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ও...

  • company_logo