• অর্থনীতি

বিলুপ্তির পথে ঠাকুরগাঁওয়ের কাউন চাষ

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: সুস্বাদু একটি ফসলের নাম কাউন। এক সময় মানুষজন কাউন চাল রান্না করে বিভিন্ন রকমের পিঠা ,খীর, পায়েস , খিচুরী , মলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতো। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এ নামটি যেনো ইতিহাসের কোনো এক ফসলের নাম । বিজ্ঞানভিত্তিক কৃষি চাষ ও কৃষিতে অধিক ফলন কাউন চাষের প্রয়োজনীয়তা কৃষকদের নিরুৎসাহিত করেছে। সময়ের ক্রমাগত পরিবর্তন ও প্রযুক্তির উৎকর্ষে কাউনের চাষকে পেছনে ফেলে নিয়ে এসেছে বছরে তিন-চার ফসলি উৎপাদন। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি ধরে রাখতে কাউন চাষের প্রতি মনোযোগ বাড়ানো দরকার বলে অনেক কৃষক মনে করছেন।স্বল্প খরচ, সহজ চাষ পদ্ধতি ও পানি সাশ্রয়ী হওয়ার সত্যেও গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা কাউন ফসলটি আজ ঠাকুরগাঁওয়ে প্রায় বিলুপ্তির পথে।

আকচা নিমবাড়ি এলাকার কৃষক হরিদেব রায় সাংবাদিকে বলে -এবার ১৫ শতক জমিতে কাউন চাষ করছি। এটি একটি পুরানো চাষ,চাষ করতে পানি ও সার 

কম লাগে। মানুষজন কাউনের ভাত,পায়েস ও মুড়ি খায়। এছাড়াও কাউন জন্ডিস রোগের উপকার করে। কিন্তু এখন দিন দিন কাউন হারিয়ে যাচ্ছে। এখন খাওয়া জন্য বাজারে কাউন খুঁজলেও পাওয়া যাচ্ছে না। কাউন চাষি রঞ্জন দাস সাংবাদিক কে বলে – একসময় সময় কাউন অনেক বেশি চাষ করা হলেও সময়ের সময়ের সাথে কাউন চাষ হারিয়ে যাচ্ছে। কাউন চাষ যেমন লাভজনক,তেমনি কাউন পুষ্টি গুণে ভরপুর। এবার আমাদের প্রয়োজনীয় চাহিদা মিটানোর জন্য কাউন চাষ করছি। এছাড়াও এবার বাজারে কাউনের ভালো দাম আছে।

আরেকজন কাউন চাষি দিলীপ কুমার। সে সাংবাদিকে বলে – এখনাকার বাচ্চারা কাউন কেমন তা চোখের দেখেই নাই ‌। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চারা তাকিয়ে থাকে, তারা জানে এটা কি ফসল। এলাকায় এবার চাষ করার ফলে নতুন প্রজন্ম জানতে পারে,এটা কাউন। এলাকা থেকে কাউনের চাষ প্রায় উঠেই যাচ্ছে বলে তিনি জানান।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান, দেশী জাতের এ ফসলটিকে আমাদের স্বার্থেই সংরক্ষণ করা উচিত।

তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না কাউন নামটি। কাউন নামের এ ফসলটি যাতে বিলুপ্ত হয়ে না যায় এ জন্য সবার এগিয়ে আসা উচিত বলে এলাকাবাসী মনে করছেন। 

এবিষয়ে ঠাকুরগাঁও জেলা অধিদপ্তর সুত্রে বলেন – কাউন একটা বিলুপ্ত প্রায় ফসল। এবার ঠাকুরগাঁও জেলায় মোট ১ হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে। এর মধ্যে অনেক জমিতে কাউনের সাথে সাথি ফসল হিসেবে বাদাম চাষ করা হয়েছে। দেশে এখন দানার শস্য বোরো ধান, ভুট্টা,গম সহ বিভিন্ন ফসস লাভজনক ভাবে চাষ হ‌ওয়ায়, কৃষকেরা অধিক লাভের আশায় কাউন এর পরিবর্তনে এসব ফসল চাষ করছে।

 

মন্তব্য (০)





image

এবার মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক: আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী...

image

নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক: নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বল...

image

পোশাক রপ্তানিতে ইউরোপে বাংলাদেশ দ্বিতীয়

অর্থনীতি ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তান...

image

মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. মুহাম...

নিউজ ডেস্কঃ ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই...

image

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডঃ ড. মুহাম্ম...

অর্থনীতি ডেস্ক: চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে অন...

  • company_logo