
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ অন্ধ খাদিজা বেগমের পাশে দাঁড়ালেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বুধবার জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের সহায় সম্বলহীন ও গৃহহীন খাদিজা বেগমকে তিনরুম বিশিষ্ট আধাপাকা ঘর প্রদানের লক্ষ্যে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এদিকে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি খাদিজা বেগম ও তার পরিবার।
এ সময় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি সব সময় জনমানুষের পাশে রয়েছে। অতীতেও ছিল,বর্তমানেও আছে আর আগামীতেও বিএনপি মানুষের পাশে থাকবে। কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা গুজবে কান দেবেন না। এ সময় তিনি ওই পরিবারের একজনকে চাকুরীরও ব্যবস্থা করে দেন। অন্ধ হাফেজ খাদিজা বেগমের ঘর উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে হাতেম আলী (৩৮) নামে এক প...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ...
লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ অন্ধ খাদিজা বেগমের পাশে দ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আজিমুদ্দিন মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত ...
মন্তব্য (০)