• বিশেষ প্রতিবেদন

সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে চালু হলো 'মিড ডে মিল'

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপজেলার ১১৩টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান প্রথম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এই আয়োজন করেন।

বিদ্যালয় গুলোতে মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।তাছাড়া অভিভাবকরাও এমন মহতি উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে, যেন কোনো শিক্ষার্থী দুপুরে না খেয়ে থাকে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

তিনি আরও বলেন, মিড ডে মিল চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য স্কুলের আঙিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকেই উদ্বোধন করেছি।আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যেনো আনন্দ মুখর পরিবেশে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে পারে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ঝুলছে রঙ্গিন লিচু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আম-লিচুতে ভরপুর ঠাকুরগাঁওয়ে, লিচুর রাজ্য বলা হয় এই জেলাক...

image

হরেক রঙে রঙ্গিন হচ্ছে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন

নওগাঁ প্রতিনিধি: বহু বছর পর জেলার প্রধান প্রশাসনিক অফিস নওগাঁর জেলা প্রশাসকের...

image

নওগাঁয় ১২হাজার কোটি টাকার গবাদিপশু বিক্রির আশা, ব্যস্ত সম...


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ইদুল আযাহার প্রধান আকর্ষণ হচ্ছে কোরবানীর পশু। বর্তমা...

image

উলিপুরে তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল...

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরাঞ্চলে চল...

image

সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ,যানজটে মানুষের ভোগান্তি

রংপুর ব্যুরোঃ  রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে...

  • company_logo