• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসের কাছে ঘটে যাওয়া ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটে। 
 
ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বিস্ফোরণের জন্য শহীদ রাজয়ি বন্দরে কনটেইনারে রাসায়নিকের দুর্বল সংরক্ষণ ব্যবস্থাকে দায়ী করেছেন।

জাফারি জানান, এর আগেও সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক এই বন্দর সফরকালে সতর্কতা জারি করেছিলেন এবং বিপদের আশঙ্কার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।

অবশ্য, ইরান সরকারের একজন মুখপাত্র জানান, রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে, তবে এখনও নির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

অবশেষে ইরানে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানা গেল বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, ইরানের সবচেয়ে বড় এবং উন্নত কনটেইনার বন্দর হিসেবে স্বীকৃত শহীদ রাজয়ি বন্দরটি। দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে ও হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই কনটেইনার বন্দর। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহণ করা হয় এ প্রণালি দিয়ে।

এদিকে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি।

এছাড়া, এ ঘটনায় আজ রোববার (২৭ এপ্রিল) সব বিদ্যালয় ও অফিস বন্ধ আছে বন্দর আব্বাসে।

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে বন্দরের ওপর বিশাল কালো ও কমলা ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া একটি অফিস ভবন দেখা গেছে যার দরজা উড়ে গেছে এবং কাগজপত্র ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত ভবনের জানালাগুলো ভেঙে পড়ে এবং প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কিশ দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য, গত কয়েক বছরে একের পর এক প্রাণঘাতী ঘটনা ঘটেছে ইরানের জ্বালানি এবং শিল্প অবকাঠামোতে। এগুলোর বেশিরভাগই শনিবারের বিস্ফোরণের মতো এবং এর জন্য অবহেলাকে দায়ী করা হয়েছে।

শহীদ রাজয়ি বন্দর এমন সময়ে এই বিস্ফোরণটি ঘটলো, যখন ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান তৃতীয় দফা পারমাণবিক আলোচনায় অংশ নিচ্ছিল। তবে, দুই ঘটনার মধ্যে কোনও সংযোগের ইঙ্গিত পাওয়া যায়নি।

 

মন্তব্য (০)





image

দেশবাসী ক্ষোভে ফুঁসছে, ন্যায় হবেই: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মান কি বাত’-এর ১২...

image

শর্ত লঙ্ঘন করে ফের ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্...

image

যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান: পাকিস্ত...

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়...

image

প্রয়াত পোপের শেষকৃত্যানুষ্ঠান: বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে...

image

এক ফোঁটা পানিও যাতে পাকিস্তানে না যায়, তা নিশ্চিত করব: সি...

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত কশ্মীরের পেহেলগামে গুলি করে পর্যট...

  • company_logo