
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে (অন্ত্যেষ্টিক্রিয়া) বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। সেখানে পোপের কফিনের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বিশ্বের ১৩০টির বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন।
গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল ৮৮ বছর। এক যুগের বেশি ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তার মৃত্যুর ঘোষণা আসার পরপরই প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেন।
সে সময় ড. ইউনূস আর্থনা সম্মেলনে অংশ নিতে কাতার সফর করছিলেন। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তিনি দোহা থেকে ঢাকায় না ফিরে ইতালির উদ্দেশে রওনা দেন। শুক্রবার সকালে কাতার ত্যাগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তার ‘তিন শূন্য’ তত্ত্ব, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন।
রোমের ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ও চালু করেছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, গ্র্যান্ড ডিউক এবং গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গ, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা, রানি ও প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট, নরওয়ের প্রিন্স এবং প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স এবং প্রিন্সেস, ডব্লিউএইচওর মহাপরিচালক, আইওসির প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইতালির পুলিশ জানিয়েছে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ সেন্ট পিটার্স স্কয়ার ও আশপাশের রাস্তায় জমায়েত হয়েছেন।
অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে আজ সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় ১২টা) লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মান কি বাত’-এর ১২...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্...
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসের কাছে ঘটে যাও...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত কশ্মীরের পেহেলগামে গুলি করে পর্যট...
মন্তব্য (০)