• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২  ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩২ জন  ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

নিহতদের মধ্যে ১১ জন রয়েছেন যারা খান ইউনিসে তাদের বাড়ির ওপর ইসরায়েলি বোমাবর্ষণে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছে। গাজায় শিশু হাসপাতালও রেহাই পায়নি ইসরায়েলি হামলা থেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতভর এই বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। কারণ, ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে আছেন বলে ধারণা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার গাজা উপত্যকাজুড়ে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজা শহরের আল ডোরা পেডিয়াট্রিক হাসপাতালে আক্রমণ করেছে দখলদাররা। এদিন পশ্চিম গাজা সিটিতে আশ্রয় নেওয়া এক বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। নুসাইরাত শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান গুলি বর্ষণ করে। এতে দুই মেয়েসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবারের মধ্যরাতে গাজা শহরের আল-তুফাহ পাড়ায় অবস্থিত আল-দুররা শিশু হাসপাতালের আইসিইউতে গোলাবর্ষণ করেছে। টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ওই হাসপাতালের বিদ্যুৎ সরবরাহের সৌর প্যানেলও লক্ষ্য করো বোমা হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৬৬ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ৬০ জনেরও বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৯৯১ জনে পৌঁছেছে।  

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ -এর কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি সতর্ক করে বলেছেন, গাজায় দুই মিলিয়নেরও বেশি মানুষ সম্মিলিতভাবে দুঃসহ জীবনযাপন করছেন,  যাদের বেশিরভাগই নারী ও শিশু।

লাজ্জারিনি হতাশা প্রকাশ করে জানান, গাজার সবাই ক্ষুধার্ত কিন্তু খাদ্য নেই। চারিদিকে ক্ষত-বিক্ষত আহত রোগী কিন্তু ওষুধও ফুরিয়ে গেছে। অথচ ইউএনআরডব্লিউএ’র মানবিক সাহায্যের প্রায় ৩ হাজার ট্রাক গাজার বাইরে আটকে, প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী।  

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচের তিন দেশ সফর করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব ...

image

বিয়ে বা বাচ্চা নিলেই আমেরিকায় মিলবে অর্থসহ অঢেল সুযোগ!

আন্তর্জাতিক ডেস্কঃ ২০০৭ সাল থেকেই আমেরিকায় হ্রাস পাচ্ছে জন্মহার। তা নিয়ে...

image

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৩০, আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের এল-ফাশের শহরে আধা-সামরিক বাহিনীর হামলায় ৩০ জন...

image

ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্...

image

শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্কঃ ইস্টার সোমবারে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজের ...

  • company_logo