• শিক্ষা

বগুড়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ১২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ সারাদেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মানিকস্ বায়োলজি স্কুল। 

মঙ্গলবার সকালে শহরের টিটু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান। 

এসময় তিনি বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার সন্তানেরা অত্যন্ত মেধাবী। যুগের পর যুগ অনেক গুণী মানুষের জন্ম হয়েছে এই ভূমিতে। শিক্ষা ও চিকিৎসা অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বগুড়ার মানুষেরা ভূমিকা রেখে চলেছেন। সেই তালিকায় শুধুমাত্র মানিকস বায়োলজি থেকেই ১২৬ জন দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তা সত্যিই গর্বের ও আনন্দের। তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন চিকিৎসক হিসেবে মানব সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মেডিকেল শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাটায় একটি সংগ্রাম। তাই ধৈর্য্যের সাথে প্রতিটি সিঁড়ি পার করতে তিনি শিক্ষার্থীদের শুভ কামনা জানান। 

মানিকস্ বায়োলজির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান রজব এবং শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান ও আসাদ। 

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই অনেক চ্যালেঞ্জের ছিল। দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের এই নতুন যাত্রা শুরু হয়েছে। তাদের প্রস্তুতিতে মানিকস বায়োলজি যেভাবে তাদের পাশে থেকেছে শিক্ষার্থীরা সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে তারা দেশ ও দশের কল্যাণে কাজ করারও প্রত্যাশা ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ...

image

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্ব...

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)...

image

কৃষিবিদদের প্রতি বৈষম্যের প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের ...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃব...

image

ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফ...

ফরিদপুর প্রতিনিধি: ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে চলমান শান্তি সম...

image

খুব দ্রুতই সারা দেশে বড় সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্র...

মাগুরা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান...

  • company_logo