• বিশেষ প্রতিবেদন

দুটি কারণে নওগাঁয় প্রতিবছরই কমছে সূর্যমুখী ফুলের চাষ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সূর্যমুখী ফুলের হাসিতে ফুটে উঠেছে নওগাঁর মাঠগুলো। বর্তমানে সূর্যমুখীর অধিকাংশ গাছেই ফুল ফুটেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রদান করা প্রণোদনার মাধ্যমে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় কৃষকরা সূর্যমুখী ফুলের বাম্পার ফলনের আশা করলেও দুটি কারণে নওগাঁয় প্রতিবছরই কমছে অত্যন্ত লাভজনক এই ফসলের চাষ। এই সমস্যাগুলোর কারণে ব্যক্তি পর্যায়ে আশঙ্কাজনক হারে কমেছে সূর্যমুখি ফুলের চাষ। তবু বাজারে ভালো দাম পাওয়ায় এই ফসল চাষে আগ্রহী জেলার কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় গতবছর ৬৫হেক্টর জমিতে এই ফসলের চাষ হয়েছিলো সেই পরিমাণ কমে গিয়ে চলতি বছর মাত্র ৩০হেক্টর জমি এই ফসল চাষ হয়েছে। এর মধ্যে রাণীনগর উপজেলায় কৃষি প্রণোদনার মাধ্যমে সবচেয়ে বেশি জমিতে সূর্যমুখির চাষ হয়েছে। সহজেই সরিষার তেল উৎপাদনের মতো সূর্যমুখি বীজ থেকে তেল উৎপাদনের সহজলভ্য প্রসেসিং পদ্ধতি না থাকার অভাবকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছে কৃষি বিভাগ। এছাড়া সরিষা চাষের পর ধান চাষের সুযোগ থাকলেও সূর্যমুখি দীর্ঘ সময়ের ফসল হওয়ায় সূর্যমুখি চাষ করে ধান চাষে যাওয়া যায় না। মূলত এই সমস্যাগুলোর কারণেই প্রতিবছরই জেলাতে এই লাভজনক ফসলের চাষ কমছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যদি সরিষার তেল বের করার মতো প্রসেসিং ব্যবস্থাকে দেশের প্রতিটি জেলায় সরকারের পক্ষ থেকে কিংবা উদ্যোক্তাদের পক্ষ থেকে সূর্যমুখি বীজ থেকে তেল বের করার পদ্ধতিকে স্থাপন করা হতো তাহলে এক সময় স্বাস্থ্যসম্মত অধিক পুষ্টিগুন সম্পন্ন সূর্যমুখির তেল সহজেই ভোক্তারা সংগ্রহ করতে পারতেন। ফলে সূর্যমুখি তেল উৎপাদন করে দেশের চাহিদা পূরণের পর বিদেশেও রপ্তানী করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাণীনগর উপজেলার মধ্যরাজাপুর গ্রামের সূর্যমুখি ফুলচাষী নুরুল ইসলাম নয়ন বলেন অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে অনেক লাভ। সূর্যমুখী ফুলের চাষ করলে ফুল থেকে তেল, খৈল ও জ্বালানি পাওয়া যায়। প্রতি কেজি বীজ থেকে কমপক্ষে আধা লিটার তৈল উৎপাদন সম্ভব আর প্রতি বিঘা জমিতে ৭মণ থেকে ১০মণ বীজ উৎপাদন হয়। তেল উৎপাদন হবে প্রতি বিঘায় ১৪০লিটার থেকে ২০০লিটার পর্যন্ত। বর্তমানে প্রতি লিটার তেলের বাজার সর্বনিম্ন বাজার মূল্য ৪২০টাকা। প্রতি বিঘা জমিতে খরচ হয় সর্বোচ্চ সাড়ে ৩হাজার টাকা। আর প্রতিবিঘা থেকে উৎপাদিত সূর্যমুখি ফুলের বীজ থেকে আয় করা সম্ভব ২৫-৩০হাজার টাকা। বর্তমানে বাজারে সূর্যমুখী বীজের তেলের অনেক চাহিদা রয়েছে। এছাড়া সূর্যমুখী ফুলের তেল অধিক পুষ্টিগুণ সম্পন্ন। তাই ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য এই তেল অন্যান্য তেলের চেয়ে অনেক উপকারী ও স্বাস্থ্য সম্মত। সরিষার তেলে অনেকের সমস্যা হয়। কিন্তু সূর্যমুখির তেলে কোন সমস্যা হয় না। তাই সরিষার তেলের মতো বাজারে সূর্যমুখি তেলের সরবরাহ পর্যাপ্ত হলে দাম কমার পাশাপাশি ভোক্তারাও সয়াবিন তেল বাদ দিয়ে এই তেলই ব্যবহার করবেন বলে তিনি আশাবাদি। এতে করে দেশজুড়ে সূর্যমুখির চাষও বৃদ্ধি পাবে কয়েকগুন।  

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন বলেন সুর্যমুখি চাষে সার ও কীটনাশকের ব্যবহার নেই বললেই চলে। এছাড়া সেচ দিতে হয় খুবই কম। যার কারণে অল্প খরচে অধিক লাভ করা সম্ভব। এছাড়া এই ফসলে পোকা ও মাকড়ের আক্রমণ নেই বললেই চলে। এককথায় কম খরচে, কম সময়ে ও কম পরিশ্রমে অধিক লাভবান হতে হলে সূর্যমুখি ফুল চাষের কোন বিকল্প নেই। তবে সরিষার মতো সূর্যমুখির বীজ থেকে তেল বের করার পদ্ধতি সহজলভ্য না হওয়ার কারণে কৃষকরা দিন দিন সূর্যমুখি ফুল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন সূর্যমুখীর বীজ থেকে যে তেল হয় তা অন্যান্য ভোজ্য তেলের চেয়ে অধিক পুষ্টিগুন সম্পন্ন ও স্বাস্থ্যসম্মত। অলিভ ওয়েলের পরেই সূর্যমুখী তেলের অবস্থান। সরিষার তেলে অনেকের সমস্যা হয়। তাই সোয়াবিনের তেলের উপর চাপ কমাতে সূর্যমুখী তেলের কোন বিকল্প নেই। কিন্তু কিছু সমস্যার কারণে জেলাতে প্রতিবছরই সূর্যমুখি ফুলের চাষ কমছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সরকারের উর্দ্ধতন বিভাগকে সূর্যমুখি ফুলে চাষে প্রতিবন্ধকতার বিষয়গুলো লিখিত ভাবে জানিয়ে আসছি। এছাড়া আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনার মাধ্যমে আগ্রহী কৃষকদের এই লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করে আসছি। দ্রুতই সমস্যাগুলো কাটিয়ে দেশে আবার সূর্যমুখি ফুল চাষে এক নীরব বিপ্লব ঘটবে তিনি আশা প্রকাশ করেন।  

মন্তব্য (০)





image

পহেলা বৈশাখে লোকজ শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটলো নতুন প...

নওগাঁ প্রতিনিধি: পহেলা বৈশাখ মানেই বাঙ্গালীর প্রাণের উৎসব। বৈশাখ বলতে আমরা গ্...

image

পাবনায় হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চড়ক পূজা শুরু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর শহরের অদূরের গ্রামে বোঁথড়। এ গ্রামে প্...

image

বৈশাখী মেলাকে ঘিরে ব্যস্ত জাম গ্রামের কাগজের রঙ্গিন ফুল ত...

নওগাঁ প্রতিনিধি: আসছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ মানেই বিভিন্ন...

image

পঞ্চগড় সীমান্ত থেকে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির এক...

image

ঈদে নতুন বিনোদন কেন্দ্র পাখিপল্লীতে ছিলো দর্শনার্থীদের উপ...

নওগাঁ প্রতিনিধি: ঈদ মানেই আনন্দ আর ঘোরাঘুরি। এবার ঈদুল ফিতরে সরকারি দীর্ঘ ছুট...

  • company_logo