• বিশেষ প্রতিবেদন

রাণীনগরে ঈদ পুনর্মিলনী

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির সার্বিক আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উন্নত শিক্ষা গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ ও সুনাগরিক করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে রাণীনগর নাগরিক সমাজের উদ্যোগে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল একাডেমি। উপজেলা সদরে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব পূরণে কাজ করে যাচ্ছে এই বিদ্যাপিঠটি।

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইডিয়াল একাডেমির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলায় আরো একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আইডিয়াল একাডেমি পূরণ করতে পারবে বলে মত প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ অন্যরা মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন উপজেলা সদরে আরো একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থীরা সদরে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ না পেয়ে বাহিরের দূরবর্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। সেই অভাবটি পূরণে নৈতিকতা সম্পন্ন আধুনিক মানের শিক্ষা প্রদানের রেওয়াজ চালু করতে আইডিয়াল বিদ্যাপিঠটিকে পুরোপুরি বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দিন যতই যাচ্ছে ততই আমরা সন্তানদের অসম ও অসুস্থ্য শিক্ষা প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছি। এতে করে প্রকৃত শিক্ষার সঙ্গে নৈতিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে আগামী প্রজন্মরা। সেই অসুস্থ্য প্রতিযোগিতা থেকে বেরিয়ে নতুন প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ আইডিয়াল একাডেমী প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীদের স্বশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন। এছাড়া ভালো কাজে একাডেমিকে প্রশাসনিক সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

২৩ বছরেও কাজে আসেনি চাটমোহরের নিমাইচড়ার সেতুটি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে করতোয়া ...

image

সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ১০ একর জমির ধান নষ্ট, কৃষক চরম ক্...

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে কৃষি ...

image

বিরামপুরে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুম...

image

বাঁধের ভেতর বাঁধ নিমার্ণে অস্তিত্ব সংকটে সোনাভরি নদী, বিপ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীতে বাঁধ নির্মাণের অ...

image

সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্ম...

  • company_logo