
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়ামেনি আর্মড ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন। বিষয়টি নিশ্চিত করেছেন মিলিটারির একজন মুখপাত্র।
ব্রিগ্রেডিয়ার ইয়াহইয়া সারি জানান যে শেষ ২৪ ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়ামেনের পদক্ষেপের অংশ এটি।
এই উত্তেজনা বেড়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা, সা’দা ও হুদাইদায় একাধিক বিমান হামলা চালায়। সেখানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।
লোহিত সাগরজুড়ে তাই এখন নতুন উত্তেজনা দেখা যাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে, যতদিন ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ গাজা অবরুদ্ধ করে রাখবে, ততদিন জাহাজ ও দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে।
ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে, বিশেষ করে ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে। ওইদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে এক পাল্টা অভিযান চালায়, যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল ত্রাণ ও খাদ্যসামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ায় ফি...
আন্তর্জাতিক ডেস্কঃ গাজার উত্তরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক মুখপা...
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় ‘নজিরবিহীন’ দাবানলে অন্তত ১৮ জন...
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনির দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলি হামলায় কমপক...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রা...
মন্তব্য (০)