
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সরকারের উদ্দেশে বলেছেন, ‘আফগানিস্তান আমাদের শত্রু নয়, কেন তারা এটিকে আমাদের শত্রু বানানোর চেষ্টা করছে? কেন আপনি মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টা করছেন?’
ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার তার ভাইয়ের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
পাকিস্তান সরকার আফগান সীমান্ত নিয়ে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই এমন প্রশ্ন তুললেন ইমরান খান।
বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি।
ইমরান খানের মন্তব্যটি এমন সময় এলো যখন দেশে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ঘটনা - বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে - জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটির ইন-ক্যামেরা সভায় দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ, সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনির, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ডিজি আইএসআই) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, চার প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যদেরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেননি।
সামরিক নেতৃত্ব দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসীদের ট্রেনে ভয়াবহ হামলার কয়েকদিন পর উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হলো। এই রুদ্ধদ্বার বৈঠকটি গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ রিপোর্টে প্রকাশিত উদ্বেগজনক পরিসংখ্যানের প্রেক্ষাপটেও অনুষ্ঠিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে পাকিস্তান সন্ত্রাসবাদের দ্বারা দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে স্থান পেয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একাধিক স্থানে অন্তত ১২টি ভারতীয় ড্রোন &ls...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায় হ...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও পাকিস্তানের নেতাদের উদ্দেশে শান্তিতে নোবেলজয়ী ...
মন্তব্য (০)