
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটছে।
রোববার (১৬ মার্চ) গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫১ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করেছেন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৫৭২ জনে পৌঁছেছে।
এই সংঘাতে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১২ হাজার ৩২ জনে পৌঁছেছে।
প্রসঙ্গত, জাতিসংঘের মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচারে আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চলছে। তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার দামেস্ক ও হামায় হামলা চা...
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা কর...
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল ত্রাণ ও খাদ্যসামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ায় ফি...
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়ামেনি আর্মড ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউ...
আন্তর্জাতিক ডেস্কঃ গাজার উত্তরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক মুখপা...
মন্তব্য (০)