• বিশেষ প্রতিবেদন

ঈদুল ফিতর উপলক্ষে চাটমোহরে জমজমাট ঈদের কেনাকাটা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। জমজমাট হয়ে উঠছে ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণিবিতানগুলো। সাধ ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। ঈদের কেনাকাটায় পিছিয়ে নেই মফস্বল শহর চাটমোহর।

পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের বাজার। চাটমোহর পৌর শহরের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান ছাড়াও ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়।

বুধবার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, পোশাকের দোকান ছাড়াও জুতা, কসমেটিকসের দোকানে বেজায় ভিড়। বাহারি রং আর নকশায় সেজেছে বিপনী বিতানগুলো। শিশুদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানীরা। তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে। শহরের মার্কেট ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন সদরের মার্কেটগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। কর্মব্যস্ত ছোট শহর চাটমোহরের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্যনীয়। চলছে ঈদের চাহিদা অনুযায়ী পোশাক, গহনার কেনাকাটা। সাধ ও সাধ্যের মধ্যেই ঈদে পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। এ শহরের ফুটপাত অথবা রাস্তার ধারের দোকানগুলোতেই ভিড় বেশি পরিলক্ষিত হচ্ছে। জুতা আর কসমেটিকস দোকানে নারী ও শিশু ক্রেতাদের ভিড় বেশি। সাধারণ সব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যেসব এলাকায় পোশাক বিক্রি হয়, তার মধ্যে মির্জা মার্কেট, রফিক মার্কেট, হোসেন মার্কেট, সরদার মার্কেট, জেএস মার্কেট, খন্দকার মার্কেট অন্যতম। ফুটপাতের হকার্স মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা গৃহবধূ বৃষ্টি খাতুন জানান, পরিবারের জন্য তো ঈদের কেনাকাটা করতেই হবে। আয়ের সাথে ব্যয় করতে হবে। তাই ক্রয়ক্ষমতার মধ্যেই কেনাকাটা করতে হচ্ছে।’

মন্তব্য (০)





image

মাছ সংকটে পড়েছে চলনবিলের শুঁটকি চাতালগুলো: উৎপাদনে ধস

পাবনা প্রতিনিধিঃ মাছের রাজ্য চলনবিলে এবার মাছের আকাল। পর্যাপ...

image

রাণীনগরের পাখি পল্লী পর্যটন এলাকায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পর্যটন এলাকাগুলোর মধ্যে অন্যতম জেলার...

image

৪৪৪ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে তিন গম্বুজবিশিষ্ট চাটমোহরের 'শা...

 তোফাজ্জল হোসেন বাবু, পাব...

image

শ্রীপুরে পানি বন্দি কয়েক হাজার পরিবারের মানবেতর জীবনযাপন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে টানা বর্ষণের ফলে বৃষ্টি...

image

ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়মকানুন

নিউজ ডেস্ক : লাখ লাখ মুসলমানের কাছে ওমরাহ পালন সবসময়ই একটি স্বপ্ন। কিন্...

  • company_logo