
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় এক স্কুল শিক্ষার্থী ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা রাত ৮টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থী। অবস্থান নেওয়া ওই স্কুল শিক্ষার্থীর নাম ফাতেমা আফরিন ছোঁয়া। সে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এসময় জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? লেখা প্লেকার্ড হাতে তাকে একাই মুখের কালো কাপড় বেঁধে প্রায় ১ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় তার চারপাশে মোমবাতি জ্বালানো হয়। অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া বলে, আমরা এখন ঘরের বাইরে বের হতে ভয় পাই। আমাদের কোন নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা দিবে কে? আমরা যাতে স্কুল-কলেজে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারি সেই নিরাপত্তা চাই। যাতে আর কোন জীবিত আছিয়াকে ধর্ষণ বা কাউকে নারী নির্যাতনের শিকার হতে না হয় এজন্যই আমার এই অবস্থান কর্মসূচি।
শিক্ষার্থীর বাবা যাযাবর ব্যান্ড এর সঙ্গীত শিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেন বলেন, আমরা ছেলে-মেয়েরা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় অজস্র শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন।আমরা আর কত প্রাণ হারাতে দেখবো? আর কবেই বা আমার আপনার ছেলে-মেয়েরা ভয় মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে?
তিনি বলেন, স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী। জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা। দ্রুত ধর্ষকদের বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হোক এমনটায় আমার চাওয়া।
গোপালপুর প্রতিনিধি: সোনালী রঙের এক বিস্ময়কর ধর্মীয় স্থাপনা,...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গলার কাঁটায় পরিণত হয়েছে রেলগেইট ও রেলস্টেশন...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির সার্বিক আয়োজনে ঈদ পুনর্মিলন...
পাবনা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। জমজমাট হয়ে উ...
নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের প্রত্যন্ত গ্রা...
মন্তব্য (০)