• খেলাধুলা

এবার মাহমুদউল্লাহকে সম্মান জানাল আইসিসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ। বুধবার ফেসবুকে এক বার্তায় দেশের তারকা এই ব্যাটার জানান, আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে ফেলেছেন তিনি। এখন তাকে দেখা যাবে কেবলই ঘরোয়া ক্রিকেটে। ফেসবুকে এমন ঘোষণার পর থেকেই মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছে তার সতীর্থ ও অনুরাগীরা। এবার ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় থেকেও সম্মান পেলেন মাহমুদউল্লাহ।

আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্যতম পারফর্মার মাহমুদউল্লাহকে বিদায় বেলায় সম্মান জানিয়েছে আইসিসি। ৩৯ বছর বয়সি এই ক্রিকেটারকে বিদায়ী সম্মান স্বরূপ একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর শূন্যে উড়াল দিয়ে মাহমুদুল্লাহকে উদযাপন করতে দেখা গেছে।

আইসিসির প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, গ্যালারির উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছোড়েন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর বিদায় বেলায় তার সেই কীর্তি সবাইকে দেখিয়ে বিশেষ সম্মান জানিয়েছে আইসিসি। যার ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর কাছে বিশেষ কিছু।’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেঞ্চুরিটাই মাহমুদউল্লাহর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। এরপর ওয়ানডেতে আরও দুটি সেঞ্চুরি করেছেন। সেই দুটিও এসেছে আইসিসি ইভেন্টে।

মাহমুদুল্লাহ ২০০৭ সালে অভিষেকের পর অবসর ঘোষণার আগে দেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩১.৮৩ গড়ে ব্যাটিং করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি।

মন্তব্য (০)





image

‎বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পার...

image

বিশ্বকাপ না খেললে একাধিক সংকটে পড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসি...

image

যে অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ে জ...

image

বিপিএলের প্রথম শিরোপা জয়ে চট্টগ্রামের প্রয়োজন ১৭৫

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএল...

image

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছ...

  • company_logo